৩০ অক্টোবর ২০২১ তারিখে কক্সবাজার জেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আনসার ও ভিডিপি হলরুমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মোসাদ্দেক-উল-আলম, ব্যবস্থাপনা পরিচালক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক; জনাব মোঃ শাহাবুদ্দিন, উপ-পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জ; জনাব জেড. এম. হাফিজুর রহমান মহাব্যবস্থাপক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ আলাউদ্দিন সম্মেলনে সভাপতিত্ব করেন। তাছাড়া ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক নিরীক্ষা প্রধানবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ও ব্যাংকের নির্বাহীবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
জুম সফটওয়ারের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মহোদয় সফল উদ্যোক্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদেরকে ভবিষ্যতে সকল প্রকার ব্যাংকিং সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। সম্মেলনে ২০২০-২১ অর্থবছরের অঞ্চল ভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করা হয়। ২০২১-২২ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য একযোগে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।