বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ক্রয়কৃত ৫০ কোটি টাকার শেয়ারের বিপরীতে অদ্য ২৯ নভেম্বর ২০২১ রোজ সোমবার ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম মহোদয় ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয় ও মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নিকট শেয়ার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদা বেগম মহোদয় এবং মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।