Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২৪

জনাব মীর মোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক

 

জনাব মীর মোফাজ্জল হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রনালয়, আর্থিক প্রতিষ্ঠান ‍বিভাগ এর নির্দেশনা মোতাবেক ২২ অক্টোবর ২০২৪ তারিখে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসিতে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

 

মীর মোফাজ্জল হোসনে ১৯৬৯ সালে নরসিংদী জেলার পলাশ থানায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে  অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি(১ম পর্ব) ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।