মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোসাদ্দেক-উল-আলম মহোদয় ও সম্মানিত অধ্যক্ষ মহোদয় ট্রেনিং ইন্সটিটিউট
গত ১২ আগস্ট ২০২০ তারিখ অত্র ব্যাংকের প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনলাইন ভিত্তিক শ্রেণীকৃত ঋণ আদায়ের কলাকৌশল বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোসাদ্দেক-উল-আলম মহোদয় এবং সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আলাউদ্দিন মহোদয় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪ জন শাখা ব্যবস্থাপক অনলাইনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহন করে। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং সম্মানিত মহাব্যবস্থাপক মহোদয় শ্রেণীকৃত ঋণ আদায়ের কলাকৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আলাউদ্দিন মহোদয়, অধ্যক্ষ মহোদয় ট্রেনিং ইন্সটিটিউট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ