অদ্য ০২-০৬-২০২০ তারিখ রোজ মঙ্গলবার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এর প্রধান কার্যালয়স্থ বোর্ডরুমে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোসাদ্দেক-উল-আলম মহোদয়ের সভাপতিত্বে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ব্যাংকের সম্মাানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আলাউদ্দিন মহোদয় সহ সকল উপ-বিভাগ প্রধান উপস্থিত ছিলেন। উক্ত অনলাইন ভিডিও কনফারেন্সে ১৮ টি আঞ্চলিক কার্যালয় হতে আঞ্চলিক ব্যবস্থাপকগণ যোগদান করেন। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আঞ্চলিক ব্যবস্থাপকগণের মাধ্যমে বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং ব্যাংকের সার্বিক কর্মকান্ড বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে তিনি সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া মহাব্যবস্থাপক মহোদয়ও উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।